টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তবে সমিতির অপর অংশ এই কমিটিকে ‘অগণতান্ত্রিক’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা। তিনি অভিযোগ করেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এসময় প্রকৃত মালিকদের সমন্বয়ে সংগঠন পরিচালিত হলেও গত ৩ সেপ্টেম্বর একটি সভায় প্রকৃত মালিকবিহীন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি ও আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করা হয়। সেলিম রেজার...