বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আর্ন্তজাতিক সম্মেলনকেন্দ্রে চলছে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলনমেলা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি-কুকুর-বিড়াল, ঘোড়া ও দর্শকেরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে আয়োজক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন।এ ছাড়া মেলায় ফ্রি মেডিকেল চেকআপসহ পোষাপ্রাণীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ সেবার ব্যবস্থা রয়েছে। ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এ স্লোগান ধারণ করে ‘প্রাণী ও প্রাণের মিলনমেলা’ নামে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করেছে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। মেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফয়ার অ্যাসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে আনতেই তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রাণীদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াবে। মেলায়...