জেন-জিদের আন্দোলন, সরকার পতনের সময়ে জারি করা কারফিউ থেকে সরে এসেছে নেপাল। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির শপথের পর সরকার কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। প্রাথমিকভাবে নেপালি সেনারা শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য অঞ্চলের দীর্ঘদূরত্বের বাসও রওয়ানা দিয়েছে। কিছু যানবাহন শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাস পার্ক থেকে রাজধানী ছেড়ে যায়। কাঠমান্ডু ভ্যালিতে যানবাহন এবং মানুষের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। শুক্রবার রাতে শীতল নিবাসে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল কারকিকে শপথ পাঠ করেন। সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে সড়কে নামেন জেন-জি আন্দোলনকারীরা। সরকার...