সাবেক সমন্বয়কদের একাংশের নেতৃত্বে গঠিত হয় ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামের একটি প্যানেল। প্যানেল ঘোষণার দুইদিনের মাথায় হঠাৎই ফেসবুকে ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি ফাহির আমিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি প্যানেল থেকে সরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।আরো পড়ুন:রাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ বিভিন্ন পদে লড়ছেন ৩২ নারী প্রার্থীরাকসু নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী রাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ বিভিন্ন পদে লড়ছেন ৩২ নারী প্রার্থী রাকসু নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী প্যানেল থেকে সরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহির আমিন বলেন, “আমি মূলত ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। শিক্ষার্থীদের অধিকারভিত্তিক সংগঠন...