আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো ধরনের সংশয় নেই বলেও তিনি জানিয়েছেন। শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার—ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন, তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।’ তিনি আরও বলেন, ‘অতীতে যেভাবে সরকার গঠিত হতো, ভবিষ্যতে হয়তো তেমন হবে...