জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ শুরু হয়। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা। তবে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় ফল প্রকাশে সময় নিয়েছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫টি পদের বিপরীতে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।...