১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দগ্ধ হওয়া হাফসা খাঁন (১১) ও রাইয়ান (১৪) নামে আরও দুই শিক্ষার্থী। ছাড়পত্র পাওয়া হাফসা মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং রাইয়ান সপ্তম শ্রেণির। তাদের শরীরে যথাক্রমে ৮ ও ৯ শতাংশ দগ্ধ ছিল। ডা. শাওন জানান, বিমান বিধ্বংসের ঘটনায় বর্তমানে আমাদের হাসপাতালে ১১ জন ভর্তি আছে। এ পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. নাসির উদ্দিন বলেন, দগ্ধ শিক্ষার্থী রাইয়ানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের...