আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় মিলছে টানা চার দিনের ছুটি। সাধারণত দুর্গাপূজায় এক দিনের ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। তবে এবারে নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার পূজার ছুটি আরও দীর্ঘ হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের...