১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না, এমন সদিচ্ছা দলগুলোর থাকতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার রাজধানীর লেকশোরে গণতান্ত্রিক ‘বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।’ বদিউল আলম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।’ নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার: আনিসুজ্জামান চৌধুরী...