১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর একটি গুপ্তহত্যার প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। হামাসকে দমন করার ক্যাম্পেইনে এটি ছিল তার একটি বড় জুয়া খেলা। কিন্তু এই অভিযানের ব্যর্থতার ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে এবং সেই জুয়া খেলা বুমেরাং হয়েছে বলে মনে হচ্ছে। নেতানিয়াহু হামাসের নির্বাসিত জ্যেষ্ঠ নেতাদের হত্যা করে গাজার সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের কাছাকাছি পৌঁছাতে এবং গাজা উপত্যকায় প্রায় দুই বছরের যুদ্ধের পর তাদের আত্মসমর্পণে চাপ দিতেই এই হামলা করেন। বিপরীতে, হামাস দাবি করেছে, তাদের নেতারা বেঁচে গেছেন। অন্যদিকে, গাজায় ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের দৃশ্যের কারণে ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নেতানিয়াহুর বৈশ্বিক অবস্থান আরও বিপন্ন হয়েছে। মঙ্গলবার দোহায় এই বিমান হামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন...