১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম সিলেটের বিশ্বনাথে দুটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার রিকশার ত্রিমূখী সংঘর্ষে নিহত হয়েছেন এক অটোরিকশা চালক। নিহত ব্যক্তির নাম কুতুব উদ্দিন (৪২)। তিনি সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামে এক অটোরিকশা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের ছেলে। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ শাহজালাল পেট্রোল পাম্পের সামনে দাড়ানো অবস্থায়...