১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেছেন, তৃণমূল বাঁচলে বিএনপি বাঁচবে, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। মৌলভীবাজারসহ সারা দেশে কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতৃত্ব তৈরি হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনসহ আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জিকে গউছ বলেন, বিএনপি জনগণের দল। কাজের দ্বারা এদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে দলটি। আ.লীগ বিগত সময়ে এদেশে কবর রচনা করতে চেয়েছিলো। তারা বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়েছে। বিএনপি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আ.লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ, নেতাকর্মীকে খুন, গুম করা হয়। কুলাউড়া উপজেলা...