সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যদ্ধবিরতি নিয়ে আলোচনা করা পাঁচ হামাস নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। এবার মিশরে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর ষড়যন্ত্র করছে ইসরায়েল। শনিবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিশরের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের কায়রোতে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা কারার পরিকল্পনার কথা জানতে পেরেছেন।এ ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে মিশর। তারা বলছে, যেকোনো আক্রমণের জবাব দেওয়া হবে। একটি উচ্চ-স্তরের নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা গোয়েন্দা প্রতিবেদন থেকে জেনেছেন, ইসরায়েল কিছুদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। কারণ গত দুই বছর ধরে শহরে যুদ্ধবিরতি আলোচনার সময় মিশর ইতোমধ্যেই একটি পূর্ববর্তী প্রচেষ্টা...