এ বিষয়ে চিরিরবন্দর থানার ভুক্তভোগী মো. মহসিন আলী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই মামলায় আসামী করা হয়েছে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বটতলা বাবরীঝাড় এলাকার মো. আজাহার আলীর ছেলে প্রতারক মো. মাহাবুল হাসান মিন্টু (৪৫), ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকার পাড়ার মো. আপেল (৪৫) কে। অভিযোগ সূত্রে জানা যায়, ৯ মাস পূর্বে আসামী উত্তরা ইপিজেডে (ওয়াইকেকে) নামক জাপানিজ কোম্পানিতে চাকুরির প্রলোভন দেয়। তোমার বন্ধু বান্ধব,আত্মীয়স্বজনকেও সেখানে চাকুরি দিতে পারবে। আসামীর কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে আমি সহ আমার বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, আত্মীয়স্বজন মোট ৯৫ জন তার প্রতারণার ফাঁদে পা দেই।ওয়াইকেক ডাচ-বাংলা ব্যাংক, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন তারিখে, বিভিন্ন সময় তাকে ৯৫ লাখ টাকা দেয়া হয়। টাকা গ্রহণের পর তিন মাসের মধ্যে চাকুরিয়া হবে বলে জানানো...