বরিশাল বিভাগের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও ঐতিহ্য রক্ষায় যুগান্তকারী ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টা বলেছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের আধুনিক মহাসড়ক নির্মাণ করা হবে, যা দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে আর বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত রেলসংযোগের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য তিনি নিজ দায়িত্বকালেই উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া নদীভাঙন রোধে ৮১০ কোটি টাকার প্রকল্প, বরিশালের জেল খাল দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, ঐতিহ্যবাহী স্টিমার ঘাট সংরক্ষণ এবং বরিশালে বিপিএল খেলা আয়োজনসহ একগুচ্ছ বৃহৎ কর্মপরিকল্পনার ঘোষণা দেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়...