দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি পাবেন বলে জানা গেছে। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে স্বাভাবিক নিয়মেই মোট তিন দিন ছুটি পাচ্ছেন। তবে গত বছরের মতো এ বছরও সরকার যদি নবমীর দিন অর্থাৎ ১ অক্টোবর নির্বাহী আদেশে এক দিনের জন্য বাড়তি ছুটি ঘোষণা করে, সে ক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে সেই ছুটি বেড়ে হবে চার দিন। উল্লেখ্য, গত বছরও সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিন এক দিনের ছুটি ঘোষণা করেছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দুর্গাপূজার ছুটি এক দিনের পরিবর্তে তিন দিন দাবি করে আসছেন। সেক্ষেত্রে তিন দিন না হলেও নির্বাহী আদেশে একদিন যুক্ত করলে হবে দুই দিন, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন মিলে চার...