মিষ্টি ও বেকারি পণ্যের চেইনশপ ‘মিঠাই’ এর তিনটি শোরুম চালু হয়েছে টাঙ্গাইল শহরে। শহরের প্রেস ক্লাব, পুরাতন বাস স্ট্যান্ড ও আকুর টাকুর পাড়ায় সম্প্রতি একসঙ্গে শোরুমগুলো উদ্বোধন করা হয়েছে বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ আরএফএল জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শোরুমগুলোতে মিষ্টির পাশাপাশি জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, ফাস্টফুড ও বেকারি পণ্য থাকছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ২৪০টি শোরুম চালু রয়েছে। মিঠাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা এস এম হাফিজুর রহমান বলেন, “মিঠাই শুধু ঐতিহ্যবাহী মিষ্টি নয়, এখন স্বাস্থ্যসম্মত বেকারি পণ্যের জন্য ক্রেতাদের আস্থার নাম। মিঠাইয়ের বাটার কুকিজ, মিল্ক ব্রেড, বাটার বান ও বিভিন্ন ধরনের ড্রাই কেক ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোক্তাদের চাহিদা পূরণে আমাদের শোরুম বাড়ানোর জন্য নিরলস কাজ করছি।” মিঠাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা এস এম হাফিজুর...