ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ মিনারে আমরণ অনশনে বসেছেন অধ্যক্ষ ড. আতাউর রহমান। তার সঙ্গে অংশ নিয়েছেন কলেজের শিক্ষকরা। শনিবার (১৩) সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে অনশনে বসেন। শিক্ষকরা জানিয়েছেন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য আছে একটি সুন্দর মাঠ। এ মাঠে বহিরাগত ও কলেজের সাবেক শিক্ষার্থীরা নিষেধ সত্ত্বেও জোর করে খেলতে আসে। এ সময় কলেজের স্থাপনা ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। কলেজের ফটক-সংলগ্ন কাকলি ক্লাবে বসে বহিরাগতরা কলেজের মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে বলেও অভিযোগ পাওয়া যায়। রসায়ন বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বলেছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন চলবে। বিষয়টি বাংলাদেশ কৃষি...