মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে, বহুবার যুদ্ধ হয়েছে বৃষ্টিপাত নয়, তবে রাজনৈতিক, ধর্মীয়, ন্যায্যতা ও আধিপত্য সংক্রান্ত বহু সমস্যার কারণে। অধিকাংশ হামলা-প্রতিক্রিয়া, নিরাপত্তার দাবি, প্রতিশোধ অথবা প্রভাবে নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা—এসব মিলেমিশে ঘটনা তৈরি করছে। বর্তমান যুদ্ধে বিশেষ করে গাজার সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ, বেসামরিক মানুষদের মৃত্যু, মানবিক সংকট, আন্তর্জাতিক আইনি ও নৈতিক প্রশ্ন সবই গুরুত্ব পাচ্ছে। ইসরায়েল বলছে, সে হামাস বা অন্যান্য সংগঠনদের “সন্ত্রাসী হামলা” থেকে রক্ষা করতে চায় — রকেট হামলা, আগ্রাসন, হোস্টেজ গ্রেপ্তার ইত্যাদি। তারা আকাশ-পেট্রোল, বিক্ষিপ্ত হামলার নিশানা ধ্বংস, ঘাঁটি ধ্বংস ইত্যাদির মাধ্যমে এই হুমকিগুলোকে কমাতে চায়। এসব এলাকায় নিয়ন্ত্রণ, মিরা সীমান্ত, তল্লাশি, ঘাঁটি ধ্বংস করা এসব কিছুই ইসরায়েলের কাছে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত মানে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হয়। ইরান, সিরিয়া, লেবানন...