ঢাকা: নেদারল্যান্ডসের অন্তত ৯টি মসজিদে পাঠানো হয়েছে রক্তসদৃশ পদার্থে লেখা ঘৃণাপূর্ণ চিঠি—যা ঘিরে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু।সংবাদমাধ্যমটি জানায়, রটারড্যাম, আইন্দহোভেন, আর্নহেম, টিলবার্গ এবং হেগ শহরের বেশ কয়েকটি মসজিদে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে। চিঠিগুলোতে ইসলামবিদ্বেষী মন্তব্য, অবমাননাকর ভাষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছিল।যেখানে ইসলাম ধর্মে নবীর চিত্র অঙ্কন সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে ইচ্ছাকৃতভাবে এমন উপাদান ব্যবহার করে মুসলিম সম্প্রদায়কে উসকানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।জাতীয় মসজিদ সংগঠন 'কে৯'-এর সদস্য জোরাম ভ্যান ক্লাভেরেন ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস-কে বলেন, “এটি এক ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি। চিঠিগুলো ঘৃণার ভাষায় পরিপূর্ণ। রটারড্যামের এক চিঠিতে লেখা ছিল, ‘ইউরোপে ইসলামের শেষ দিন ঘনিয়ে এসেছে।’”ভ্যান ক্লাভেরেন বলেন,...