রাখাইন রাজ্যের একটি গ্রামে দুটি বেসরকারি স্কুলে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও আর্মড গ্রুপ ‘আরাকান আর্মি (এএ)’। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা এক বিবৃতিতে জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) কেয়াউকটাউ টাউনশিপের থায়েত থাপিন গ্রামে অবস্থিত পিন্ন্যার পান খিন এবং আ মিয়িন থিত বেসরকারি হাইস্কুলে সামরিক বাহিনীর একটি জেট বিমান থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়। তিনি বলেন, নিহতদের অধিকাংশই ১৭ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী। তবে ইন্টারনেট ও মোবাইল সেবার সীমিত প্রবেশাধিকার থাকায় ঘটনাস্থলের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ শিক্ষার্থীদের মৃত্যুর কারণে আমরা নিহতদের পরিবারের মতোই শোকাহত। এতে সামরিক বাহিনীকে দায়ি করা হয়।...