১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদিসের দিনব্যাপী ইমাম, খতিব ও দায়ী প্রশিক্ষণ শনিবার (১৩ সেপ্টেম্বর) পুরাতন ঢাকার বংশাল বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। প্রধান অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ আওলাদ হোসেন এবং প্রশিক্ষণ আয়োজনের প্রধান উপদেষ্টা আলহাজ নবীউল্লাহ নবী। সারাদেশ থেকে আগত ২২০ জন ইমাম খতিব ও দাঈকে ‘সমাজ সংস্কারে ইমাম, খতিবদের ভূমিকা, হাদীস অস্বীকারকারীর জবাব, বিশুদ্ধ আকিদার গুরুত্ব, দ্বীন প্রচারে তথ্যপ্রযুক্তির ভূমিকা’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক, উপদেষ্টা শায়খ সাইফুদ্দিন বেলাল মাদানী, সহ-সভাপতি প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, সেক্রেটারি...