হংকংয়ের বিপক্ষে প্রথম খেলায় জাগো নিউজের পাঠকদের জন্য বাংলাদেশ একাদশ সাজিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তার প্রস্তাবিত ফরমেশন ঠিকই ছিল। আশরাফুল বলেছিলেন ৬ স্পেশালিস্ট ব্যাটারের সাথে ৩ জেনুইন পেসার ও দুজন স্পেশালিষ্ট স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ। বাস্তবেও ৬ ব্যাটার (তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী) দুই স্পেশালিষ্ট স্পিনার (শেখ মেহেদী ও রিশাদ হোসেন) এবং তিন পেসার (তাসকিন, মোস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব) দিয়ে সাজানো হয়েছে টিম বাংলাদেশ একাদশ। তবে প্রতিপক্ষ যেহেতু হংকং, তাই পরের দুই ম্যাচে তুলনামুলক শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা-আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য তাসকিনকে প্রথম দিন বিশ্রামে রাখার পরামর্শ ছিল আশরাফুলের। পাশাপাশি তাওহিদ হৃদয়ের পরিবর্তে সাইফ হাসানকে খেলানোর পরামর্শও ছিল দেশের ক্রিকেটের সব সময়ের সবচেয়ে বড় ন্যাচারাল ট্যালেন্টেড ব্যাটার আশরাফুলের। শেষের দুটি...