এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে লিটন-মোস্তাফিজদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আসিফ মাহমুদদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এডমিন পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আবু ধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম। উৎসাহ দিতে প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আসিফ মাহমুদকে জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন তিনি। শ্রীলঙ্কা স্কোয়াড:চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল প্যারেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা,...