পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঘটকচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।আরো পড়ুন:সিলেটে পিকআপের ধাক্কায় অটোচালক নিহতকাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় মহাসড়কের...