ঢাকার কেরানীগঞ্জে সগীর নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সগীর (২৬) রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন তিনি। নিহতের স্ত্রী টিনা জানিয়েছেন, আজ সকালে সগীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে টিনা খবর পান যে, পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে...