১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন বনভূমি উদ্ধারে ৬৫টি স্থাপনা ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। শনিবার দুপুরে (১৩ সেপ্টেম্বর) চান্দরা মৌজায় অবস্থিত এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশের দোকানপাট এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকানপাট ঘরবাড়ি সহ প্রায় ৬৫ টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। স্থানীয় ও বন বিভাগ থেকে সূত্র জানা যায় , কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন চান্দরা মৌজায় অবস্থিত এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশে এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় ৫ ই আগস্ট ২০২৪ইং এর পর সংরক্ষিত বনভূমিতে স্থানীয় অসাধু ব্যক্তিরা পাকা, আধা পাকা বসত ঘর নির্মাণ করে জবরদখল করে রেখেছে। এমন অভিযোগের...