চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় চারদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চারদিন পুর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে দাবি বিক্রেতাদের। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার আলী বলেন, পেঁয়াজ এমন একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য যা কিনা প্রতিদিনই প্রতিটি পরিবারের জন্য লাগবেই। এটি ছাড়া রান্না বান্না করার বিকল্প কোন কিছু নেই। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর ফলে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে ছিল। এতে করে আমাদের মত নিন্ম আয়ের মানুষদের সুবিধা হচ্ছিল। কিন্তু যেই আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সেই অজুহাতে দেশীয়...