বুড়িচং থানা ওসি আজিজুল হক বলেন, শনিবার (১৩ সেপ্টম্বর) সকালে মামলাটি থানায় রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা করছি। মামলাটির বাদী হয়েছেন সাম মিয়া। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) রাত আড়াইটার দিকে। বর্তমানে আহত পাহাদার দুলা মিয়া বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বুড়িচং উপজেলা পূর্ব পাড়া এালকার মৃত সেকান্দর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে রাতের বেলা বাজার পাহারার কাজ করে আসছেন তিনি। স্থানীয়রা জানান, রাতে বাজার পাহারার সময় কিছুটা ক্লান্ত হয়ে এক মোড়ে চেয়ারে বসেছিলেন দুলা মিয়া, এসময় যুবদল নেতা দেলোয়ার হোসেন এসে তাকে মারধর করেন। এলাকায় লোকজন বলে যুবদল নেতা মাদকাসক্ত হয়ে এমন কাজ করেছেন। একজন সুস্থ মানুষ বাবা সমতুল্য মানুষ কে এইভাবে বেধড়ক মারধর করতে পারেননি। একলাকাবাসী ও স্থানীয় জানিয়েছেন দেলোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী...