এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম শক্তিশালী দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লিটন কুমার দাসদের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। গত ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হয়েছে। গেল তিন দিনে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান একটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র দল শ্রীলঙ্কা, যারা এখনো মাঠে নামেনি। আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা। আজকের লড়াইয়ের প্রেক্ষাপট শেষ করে এবার ফিরে যাওয়া যাক বাংলাদেশের আসল এশিয়া কাপ প্রসঙ্গে। কাগজে-কলমে এশিয়া কাপের প্রতিযোগী দল ৮টি হলেও মূল প্রতিদ্বন্দ্বী বা পরীক্ষিত শক্তি আসলে ৫টি; ভারত, পাকিস্তান, বাংলাদেশ,...