সেই সময়ের নীরব সাক্ষী কুষ্টিয়ার পুরাতন ডাকঘর। কাঠের জানালা আর ভারী দরজার সেই ভবনটি যেন ধারণ করে রেখেছিল মানুষের মনোজগতে ঘটে যাওয়া অগণন অনুভবের কাহিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সে জায়গায় আজ গড়ে উঠেছে আধুনিক ডাকঘর—চকচকে ভবন, ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, শৃঙ্খলিত অফিস কক্ষ। কিন্তু তার ঐতিহাসিক আবেদন ও আবেগ যেন এখনো বদলায়নি। এক সময় এই ডাকঘর থেকেই প্রতিদিন পাঠানো হতো অসংখ্য প্রেমপত্র, পারিবারিক খবরাখবর কিংবা বিদেশে থাকা প্রিয়জনের খোঁজ। পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার,...