নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে বলে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন। পোস্টে উল্লেখ করা হয়েছে, এর আগেও আমেরিকায় তাঁর ওপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছিল। পোস্টটিতে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী ফ্যাসিবাদীরা বারবার মাহফুজ আলমকে টার্গেট করছে এবং ভবিষ্যতে অন্যদেরও একইভাবে টার্গেট করা হবে। গোপালগঞ্জে ফ্যাসিবাদীদের বর্বরতা দেখা যাচ্ছে বলেও নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেছেন। মাহফুজ আলমের ওপর হামলার নীরব সমর্থকদের সমালোচনা করে পোস্টে বলা হয়েছে, তারা ভুল করছেন এবং এটি ফ্যাসিবাদী রাজনীতির অংশ। গণ-অভ্যুত্থানের পর মাহফুজ আলমকে উপেক্ষা করা হচ্ছে এবং যারা দায় ও দরদের রাজনীতি করেন, তারা বাংলাদেশে সেই পথে হাঁটছেন না। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের...