বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশ সংক্রান্ত বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার প্রশাসনে প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক এক প্রোগ্রামে অংশ নিতে ব্রাজিল সফরে গেছেন প্রধান ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেখানে সাও পাওলো কোর্টের প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি উক্ত সভায় বিচার...