নিজের রক্তদানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে সেচ্ছায় রক্তদান কার্যক্রমের উদ্ধোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আয়োজন করা হয়। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক উপস্থিত থেকে নিজের রক্তদানের মাধ্যমে উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের বাঁধন পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসক নিজের রক্তদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি অনেক পুলিশ সদস্য সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই রক্তদান কর্মসূচিতে...