নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে এগিয়ে রয়েছেন আব্দুর রশিদ জিতু ও মাজহারুল ইসলাম। আজ শনিবার দুপুর সোয়া ২টায় শেষ হয় ২১টি হল কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম। গণনা শেষ হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। ভোট গণনা শেষে দেখা যায়, ভিপি পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহর। জিএস পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। তার নিকটতম...