অবশেষে মৌসুমের প্রথম বুন্দেসলিগা জয় পেল বায়ার লেভারকুসেন। শুক্রবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এ জয় এসেছে নতুন কোচ ক্যাসপার হিউলমান্ডের অধীনে অভিষেক ম্যাচেই। লেভারকুসেনকে বুন্দেসলিগা জেতানো জাবি আলোনসে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর টেন হ্যাগকে নিয়োগ দিয়েছিল মাত্র মে মাসে। কিন্তু মাত্র ৬২ দিন পরই বিদায় নিতে হলো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড বসকে। মৌসুমের শুরুতে টানা দুই ম্যাচে জয়হীন থাকার কারণেই তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার ঘরের মাঠ বায়এরেনায় শুরুটা দুর্দান্ত ছিল লেভারকুসেনের। আলেহান্দ্রো গ্রিমালদো ও প্যাট্রিক শিকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ক্যান উজুন গোল করে ফ্রাঙ্কফুর্টকে ম্যাচে ফেরান। এর মধ্যেই রবার্ট আন্দ্রিখ ও একুই ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে নয়জন নিয়ে লড়তে হয় লেভারকুসেনকে। তবে শেষ মুহূর্তে আবারও গোল করেন গ্রিমালদো, যা...