বিএনপি ক্ষমতায় এলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন, চাকরিবিধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেছেন, ‘আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ইমাম-মুয়াজ্জিনরা আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ও দায়িত্বশীল শ্রেণি। অথচ তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে অবহেলার শিকার হয়ে আসছেন।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় কালাই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা এবং বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দন বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনরা শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন তা নয়। তারা সমাজের মানুষের নৈতিকতা, আচার-আচরণ এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা আমাদের সঠিক পথ দেখান, ইসলামী শিক্ষা দেন এবং একটি...