নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক জয়ে ভারত আতঙ্কিত হয়ে পড়েছে বলে একটি সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের দাপুটে কংগ্রেস নেতা শশী থারুরের মন্তব্যে ভারতের উদ্বেগ প্রকাশ্যে এসেছে। থারুর মনে করেন, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার পথে ভারত কেবলমাত্র শিবিরকে ভয় পায়, এই মনোভাবই তার মন্তব্যে ফুটে উঠেছে। বিশেষ করে শিবিরের জয়ের পর পাকিস্তান জামায়াতের পক্ষ থেকে দেওয়া অভিনন্দন বার্তা যেন মিসাইলের মতো ভারতে আছড়ে পড়েছে। এরপরই নড়েচড়ে বসেছে ভারত। কিন্তু, থারুরের সেই মন্তব্য ঘিরে এরই মধ্যে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ডাকসুর প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু থারুরের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে মেঘমল্লার লিখেছেন, “প্রিয় মিস্টার থারুর, বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে আপনার মন্তব্যের প্রয়োজন নেই।...