শর্ত পূরণ না করতে পারলেও আদালতের দ্বারস্থ হয়ে নিবন্ধন পেয়ে থাকে অনেক দল। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) তেমন কিছু করার থাকে না।এমন পরিস্থিতিতে আদালতে মামলা ঠুকে দিয়ে নিবন্ধন পাওয়ার পথ সীমিত করছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানান, প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়। এতে আবেদন করা দলগুলোর মধ্যে কয়েকটি আবার শর্ত পূরণে ব্যর্থ হলে কমিশন তাদের আবেদন বাতিল করে দেয়। কিংবা নিবন্ধন দেওয়া থেকে বিরত থাকে। তারা জানান, এমন পরিস্থিতিতে পরে সেসব দল আদালতে মামলা ঠুকে দিয়ে ইসিকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা নিয়ে আসে। সেক্ষেত্রে কমিশনের তেমন কিছু করার থাকে না। ফলে অনেক দলের যোগ্যতা না থাকা সত্বেও নিবন্ধন পেয়ে যায়। কমিশন এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি পথ খুঁজে বের করেছে। সেটি হলো কোনো...