নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ জনের মধ্যে উষা মনি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাকিদের উদ্ধারে চেষ্টা করছেন।’’আরো পড়ুন:নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশেরবরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহ নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশের এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে- গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে...