প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।”আরো পড়ুন:ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প হাতে নেই: ইউনূসপুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠন হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প হাতে নেই: ইউনূস অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, “নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে।” তিনি বলেন, “একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।” প্রধান উপদেষ্টা নেপালের...