উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মাহাবুর রহমান শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকুর চাকমা, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাঁতারু, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। দিনব্যাপী জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা এবং প্রীতি ওয়াটারপোলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন অঙ্গীকার লেকে...