ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সাখাওয়াত বলেন, ‘উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে।’ নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের...