সার আমদানিতে কোনো অনিয়ম হয়নি, অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ‘সার আমদানিতে নজিরবিহীন দুর্নীতি’ কিংবা ‘সরকারি অর্থ লোপাটের অভিনব উদ্যোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় এবং একে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয় রাষ্ট্রীয় চুক্তির আওতায় (জি-টু-জি) এবং বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানির কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৫ সালে জারি করা পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ প্রদানের মাধ্যমে সার আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়। দর যাচাইয়ে বিএডিসির আমদানিকৃত সারের মূল্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুলেটিন—আরগুস এফএমবি ও ফার্টিকনে প্রকাশিত সাম্প্রতিক মূল্য তালিকা অনুসরণ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, অতীতে সর্বনিম্ন দরদাতার...