ফরিদপুরে একটি দোনালা বন্দুকসহ মাহফুজুর রহমান সবুজ (৩৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি দল ও কোতয়ালী থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৭টা থেকে ১১ টা পর্যন্ত শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুর রহমান শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়ার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। যৌথবাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় মাহফুজুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।...