ব্রাজিল দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। শুরুটা ভালো না হলেও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছেন প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে। ৬৬ বর্ষী আনচেলত্তির পরিবারও পাড়ি জমিয়েছেন রিও ডো জেনিরোতে। কোচের ইচ্ছা এখানেই থেকে যাবেন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। এক বছরের চুক্তিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমার-ভিনিসিয়াসদের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। চলতি বছরের মে’তে ব্রাজিলে আসা আনচেলত্তির চুক্তি শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে। ব্রাজিলে নিজের ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘একবছরের চুক্তি থাকলেও ২০২৬ বিশ্বকাপের পর সব পথ খোলা। আমার কোনো সমস্যা নেই এরপরেও দলটির কোচিংয়ের দায়িত্বে থাকা নিয়ে। এখানে এসে খুশি, এমনকি আমার পরিবারও। ভালো হবে ২০৩০ পর্যন্ত থাকলে। যেখানে ২০৩০...