জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার নতুন সময় জানালেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে, গণমাধ্যমকে এ কথা জানান তিনি।তিনি জানান, বেলা সাড়ে ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।এর আগে, দুপুর সোয়া দুইটার দিকে উপ-উপাচার্য জানান, জাকসু নির্বাচনে ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে।‘জাকসুতে ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব’উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ওইদিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা এখনো চলমান। এবার মোট ভোট পড়েছে প্রায় ৬৭-৬৮ শতাংশ।জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে...