দুর্গাপূজা ঘনিয়ে এলেও রাজধানীর ইসলামপুরে এখনো জমে ওঠেনি কেনাকাটা। দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের এই বাজারে পূজার আগে যেখানে ব্যবসায়ীরা ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করেন, এবার সেখানে অচেনা নীরবতা বিরাজ করছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে ব্যবসায়ীরা জানান, পূজা ঘিরে প্রতি বছরই বিপুল চাহিদা তৈরি হয়। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট, ধুতি, সেলাওয়ার-কামিজ ও বাচ্চাদের পোশাকের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা ইসলামপুরে আসেন। কিন্তু এ বছর মন্দার কারণে ক্রেতা আসা কমে গেছে। ফলে বিক্রি আশানুরূপ হচ্ছে না। মিলান নামে ইসলামপুরের এক দোকানি বলেন, বিক্রি নেই বললেই চলে। সকাল থেকে দোকান খোলা রেখেছি, কিন্তু ক্রেতা নেই। তাই বসে বসে শুধু ফোন দেখি, এভাবেই দিন চলে যাচ্ছে। সান শাইন টেক্সটাইলের ব্যবসায়ী জানান, বাজারে মন্দাভাবের কারণে তারা ব্যাংকঋণের কিস্তি,...