নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, তা কেউ বলে দিতে পারে না।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৮ সালের নির্বাচন ছিল ‘লায়লাতুল নির্বাচন’—দিনে নয়, রাতে ভোট হয়েছে।’’ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তারা নিরপেক্ষভাবেই নির্বাচন পরিচালনা করছে এবং করবে। কে জিতলো বা কে হারলো—সেটা সরকারের দেখার বিষয় নয়।’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচনে কেউ কোনো দলের পক্ষ নিলে, সেই কর্মকর্তা যেই হোন না কেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা...