ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হচ্ছে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সারা বছর ধরে অনুষ্ঠিত বিভিন্ন আয়রনম্যান প্রতিযোগিতা থেকে বাছাই করা ক্রীড়াবিদরা এই ট্রায়াথলনের (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া) বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। কাল স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় এ প্রতিযোগিতা শুরু হবে। এবারের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুজন আয়রনম্যান অংশ নিচ্ছেন—মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত ও মো. আরিফুর রহমান। ৮৬টি দেশের প্রায় দুই হাজারের বেশি ট্রায়াথলেট এতে অংশ নেবেন। আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রত্যেককে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন প্রতিযোগিতা আয়রনম্যান। আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতের এটা তৃতীয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া তিনি এর আগে ৩টি অর্ধদূরত্বের...